1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 6:10 am

রায়পুরায় নদী ভাঙ্গন রোধে নির্মিত হচ্ছে প্রতিরক্ষা মূলক বাঁধ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, August 27, 2020
  • 332 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী ভাঙ্গন স্থায়ী ভাবে রোধ করার লক্ষ্যে নির্মিত হচ্ছে নদী ভাঙ্গন প্রতিরক্ষামূলক বাঁধ। নরসিংদী জেলা আড়িয়াল খাঁ,হাড়ি ধোয়া, পাহাড়িকা, পুরাতন ব‏্রহ্মপুত্র ও মেঘনা শাখা নদী খনন প্রকল্পের রিভিশনে উপজেলার চরাঞ্চলের দুই অংশে এ বাঁধ নির্মিত হবে। অংশ দুইটি হচ্ছে চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দিতে ৯০০ মিটার এবং চর মধূয়া ইউনিয়নে ১৬শ ৯৫ মিটার। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী। তিনি জানান, এ দুই অংশের নদী ভাঙ্গন রোধে স্থায়ী ভাবে বাঁধ নির্মাণ প্রকল্পটি ইতিমধ্যে প্রি-একনেকে সর্ব সম্মতি ক্রমে পাশ হয়েছে। একনেকে পাশের পরে এ বাঁধ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।
উল্লেখ্য, চরাঞ্চলের চাঁনপুর, চরমধূয়া ও শ্রীনগর ইউনিয়নের অব্যাহত মেঘনা নদী ভাঙ্গন কয়েক বছরে অসংখ্য বসত ভিটা, ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ তিন ইউনিয়নে এবারও নতুন করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ তিন ইউনিয়নের একটি মসজিদসহ ১১২টি বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে উপজেলা পরিষদ থেকে নগদ ৩ হাজার টাকাসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জেলা প্রশাসকের জিআর ফান্ড থেকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন