1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

নরসিংদী সরকারি কলেজে ২৬১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তোমরা হবে মানব সেবার ফেরিওয়ালা -অধ্যক্ষ নরসিংদী সরকারী কলেজ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, January 4, 2024
  • 140 বার দেখা হয়েছে

 

মোঃ জসিম উদ্দিন : নরসিংদী সরকারি কলেজ থেকে যে সকল শিক্ষার্থী ২০২০, ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে অধ্যয়নরত, নরসিংদী সরকারি কলেজ ২৬১ জন কৃতি শিক্ষার্থীকে বৃহস্পতিবার  সংবর্ধনা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন ভূঞা, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর নব নির্বাচিত সম্পাদক নুর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ অহিদুজ্জামান। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ) মোঃ সফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক (ইংরেজি বিভাগ) মাহমুদুল হাসান।

কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারহানা আক্তার, বুয়েটের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী শাইখ মোহাম্মদ ওয়াজেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সুমা রানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সেলিম ভূইয়া।

প্রধান অতিথি প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাল মানুষ হবে, তোমরাই সফল হবে। তোমরা জাতির জন্য কিছু করবে। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা মা-বাবার যতœ করবে। মা বাবাকে কখনো কোন কষ্ট দেবেনা। মা বাবাকে কষ্ট দিলে তাতে আমি কষ্ট পাবো। তোমরা হবে মানব সেবার ফিরিওয়ালা, তোমাদের জন্য জাতি তাকিয়ে আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন