1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 19, 2024, 11:59 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি

নরসিংদীতে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের স্বনির্ভরকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, March 26, 2024
  • 70 বার দেখা হয়েছে

হলধর দাস
“সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত” আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য প্রকল্প অবহিতকরণ সভা
সোমবার (২৫ মার্চ-২০২৪) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, নরসিংদী ও ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী’র জেলা প্রশাসক ড. বদিউল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পরিচালক জেসিয়া খাতুন। প্রকল্পের বিস্তারিত বিষয় ছায়া চিত্রের মাধ্যমে তুলে ধরেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাইকোসোস্যাল কাউন্সিলর ফাতিমা তুজ জোহরা ও ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার শাহ মারুফ এহসান সিদ্দিকী।
প্রজেক্ট এর প্রতি সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, এডভোকেট শিরিন সুলতানা মৌ, জেলা সমাজ সেবা কর্মকর্তা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর, নরসিংদী সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর, আবেদ টেক্সটাইল মিলের কর্মকর্তা, ম্যাপস এর নির্বাহী পরিচালক মোঃ আলী হোসেন, পিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মোস্তফা মনোয়ার বলেন আমাদেরকে উন্নত দেশে পৌঁছতে হলে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের সামনের দিকে এগিয়ে আনতে হবে। সেক্ষেত্র ওয়্যারবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পরিচালক জেসিয়া খাতুন বলেন, মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের মর্যাদা ও কল্যান পুনরুদ্ধার করা এবং তাদের স্বনির্ভর করে গড়ে তোলা, তথা সমাজে তাদেরকে পুন: টেকসই একত্রীকরণ করা আমাদের কাজ। আমাদের প্রত্যক্ষ লক্ষ্যমাত্রা মে- ২০২৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত ৬ হাজার নারী-পুরুষ। আমাদের প্রজেক্ট দেশের ১০টি জেলা জুড়ে। জেলাগুলো হচ্ছে- নরসিংদী, কক্সবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, ফরিদপুর শরীয়তপুর ও ঢাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন