মোঃ জসিম উদ্দিন: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নরসিংদী পরিবার পরিকল্পনা বিভাগ দুপুর ১২ টায় নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এ এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার নরসিংদীর উপ পরিচালক (উপ-সচিব) মৌসুমী সরকার রাখি। বিশেষ অতিথি নরসিংদীর সিভিল সার্জন এর প্রতিনিধি নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল কবির বাসার। অনুষ্ঠানে সবাপত্বি করেন নরসিংদী পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নুরে জান্নাত। বক্তব্য রাখেন নরসিংদী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (ক্লিনিক) ডা. হালিমা আক্তার সহ এ ভিাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ।
বক্তব্য শেষে বিশ্ব জনসংখ্যা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলার শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। নরসিংদীর পৌরসভায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ১নং ওয়ার্ডের পরিবার কল্যান সহকারী মোসা: রতœা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়েছেন রায়পুরা উপজেলাধীন মির্জানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা রেনুকা আফরোজ, শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হয়েছেন কাঁঠালিয়া ইউনিয়নের মোঃ ওয়াছকুরুনী, শ্রেষ্ঠ উপ সহকারী মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন কাঁঠালিয়া ইউনিয়নের উপ সহকারী মেডিকেল অফিসার গৌরী রানী হালদার, রায়পুরা উপজেলাধীন মিজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে নরসিংদী সদর উপজেলা, জেলার শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা মেরী স্টোপস (ক্লিনিক) নরসিংদী সদর ও জেলার শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (সিবিডি) এফপিএবি ভাটপাড়া। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মৌসুমী সরকার রাখিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply