হলধর দাস: নরসিংদীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীতে পুষ্প রানি সাহা (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন। সোমবার দিবাগত রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পা রানীর মৃত্যু হয়। নিহত পুষ্পা রানী জেলার পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা।
নরসিংদী সিভিল সার্জন ডাঃ মো: নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুষ্পা রানী বুক ব্যথা এবং শরীরের প্রচন্ড জ্বর নিয়ে জেলা হাসপাতালে আসেন। তাৎক্ষণিক আমরা তার চিকিৎসা ব্যবস্থা করি। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বুঝতে পারি পুষ্পা রানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে আমরা তাকে ঢাকা নেওয়ার কথা জানাই। কিন্তু তার পরিবারের লোকজন নিতে অস্বীকার করে। পরবর্তীতে রাতে সে মারা যায়। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এখনও পর্যন্ত নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি রয়েছে। প্রতিদিনই নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে জ্বর নিয়ে মানুষ জন আসছে জেলা ও সদর হাসপাতালে। বর্তমানে জেলায় মোট ৯১ জন ডেঙ্গু রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি।
Leave a Reply