এম নূরউদ্দিন আহমেদ:
নরসিংদীর রায়পুরা উপজেলাধীন সকল ইমাম মোয়াজ্জিন ও চর অঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান রিপন, চাঁনপুর ইউপি চেয়ারম্যান আ: মোমেন সরকার, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, চরমধুয়া ইউপি চেয়ারম্যান আহসান সিকদার, মির্জাচর ইউপি চেয়ারম্যান মাহফুজা মানিকসহ উপজেলার সকল ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।
এ সময় প্রধান অতিথি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মানবিক ও সুহৃদ সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। পরে সংবাদপত্রবাহী হকারদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন তিনি।
Leave a Reply