হলধর দাস:
নরসিংদী জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৪ ঘন্টায় ১১ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ৫৮ কেজি গাঁজা ২ টি চাপাতি ও ২টি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই সেকান্দর আলী নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেন, অপর আরেকটি অভিযানে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের ইটাখোলা থেকে ৪২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেন এবং বুধবার ভোরে নরসিংদীর ভেলানগর থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেন।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের কারারচর থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন আন্ত:জেলা ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করেন।
অপরদিকে, এসআই সাদেকুর রহমান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবপুরের সাধারচর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৬ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আটক করেন। এ সময় একজনের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রেসব্রিফিংকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শামসুল আরেফিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply