1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 5, 2023, 12:07 pm

নরসিংদী জেলা পুলিশের অভিযান ১১ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ী আটক, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, August 3, 2023
  • 156 Time View

হলধর দাস:
নরসিংদী জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৪ ঘন্টায় ১১ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ৫৮ কেজি গাঁজা ২ টি চাপাতি ও ২টি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই সেকান্দর আলী নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেন, অপর আরেকটি অভিযানে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের ইটাখোলা থেকে ৪২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেন এবং বুধবার ভোরে নরসিংদীর ভেলানগর থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেন।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুরের কারারচর থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন আন্ত:জেলা ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করেন।
অপরদিকে, এসআই সাদেকুর রহমান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবপুরের সাধারচর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত আরো ৬ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আটক করেন। এ সময় একজনের কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবপুর ও নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রেসব্রিফিংকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শামসুল আরেফিনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category