1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
November 29, 2023, 10:31 pm

পলাশে বিনামূল্যে সরিষা বীজ ও সার পেলো ৩ শতাধিক কৃষক

Reporter Name
  • Update Time : Saturday, November 11, 2023
  • 60 Time View

পলাশ প্রতিনিধি:
ভোজ্যতেলের চাহিদার শতকরা ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন করতে ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়।এর অংশ হিসেবে দেশে প্রথম ১ বছরে দেশে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে এবং উৎপাদন বেড়েছে ৩ লাখ ৩৫ হাজার মেট্রিক টন।
এই লক্ষে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভিাগ। এর অংশ হিসেবে সরকারে প্রনোদনা ছাড়াও স্থানীয় উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। সরকারে প্রনোদনা ছাড়াও স্থানীয় উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থে কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে বিভাগটি।
বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০০ শতাধিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে সরিষা বীজ। এর সাথে প্রত্যেক কৃষককে ২০ কেজি করে সার দেয়া হয়েছে। যারমধ্যে রয়েছে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি।
পলাশ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।
পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো: সালেহ উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকতা মো: রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার দাসসহ আরও অনেকে।
কৃষি অধিদপ্তরের বরাত দিয়ে পলাশ উপজেলা কৃষি বিভাগ জানায়, সারাদেশে বছরে ভোজ্যতেলের চাহিদা রয়েছে প্রায় ২৪ লাখ টন। এর মধ্যে সরিষা, তিল ও সূর্যমুখী থেকে স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ৩ লাখ টন, যা চাহিদার শতকরা ১২ ভাগ। বাকি ভোজ্যতেল আমদানি করতে হয়। সেজন্য ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়।
পরিকল্পনা অনুযায়ী ধানের উৎপাদন না কমিয়েই স্থানীয়ভাবে ১০ লাখ টন তেল উৎপাদন করা হবে, যা চাহিদার শতকরা ৪০ ভাগ। এর ফলে তেল আমদানিতে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।
গত বছর পলাশ উপজেলায় প্রনোদনার আওতায় ৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছিল্ এবছর উপজেলা পরিষদ উন্নয়ণ তহবিল থেকে প্রাপ্ত অর্থে ৩০০ হেক্টরে সরিষা আবাদের লক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category