গ্রামীণ দর্পণ ডেস্ক: সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সেনাবাহিনির ত্রাণ কার্যক্রমে জেলা প্রশাসনের নিবিড় মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৩ মে বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনার আলোকে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব, হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করছেন। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply