এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এই বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক অরুন আল আজাদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক আলামিন সৈকত। এছাড়াও যুবলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক অরুন আল আজাদ এ সময় বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আজ আমরা বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছি। আমরা বিভিন্ন ফলজ বৃক্ষসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করছি। উপজেলা চত্বর থেকে শুরু করে ভৈরব পৌর এলাকার বিভিন্ন স্কুল-কলেজে, রাস্তা-ঘাট ও নদীর পাড়গুলোতে আমরা বৃক্ষ রোপন করব। এছাড়াও ৭ ইউনিয়নের যুবলীগের সভাপতি-সম্পাদকের নিকট গাছ সরবরাহ করে তা রোপন করার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় তিনি আরো বলেন ভৈরব ঘন বসতি হওয়ার কারণে অক্সিজেনের ঘাটতি রয়েছে। চলতি মাস বৃক্ষরোপনের জন্য উপযুক্ত সময়। বৃক্ষ রোপনের মাধ্যমে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হবে। করোনা মহামারীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে জরুরি কাজ করার আহবান করেন তিনি।
Leave a Reply