1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 6:32 pm

পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বিট পুলিশিং

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, June 27, 2020
  • 578 বার দেখা হয়েছে

পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে
নরসিংদীর বেলাবতে বিট পুলিশিং কার্যক্রম শুরু
আমিনুল হক: আর্থ-সামাজিক উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে টেকসই ও সুষ্ঠু আইন-শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সেজন্য জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক বলে মনে করেন বেলাব থানা ওসি সাফায়েত হোসেন পলাশ।

তিনি আরো বলেন, মাননীয় আইজিপি, ঢাকা রেঞ্জ ডিআইজি, নরসিংদী পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ হতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিগতায় বেলাবতে প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হবে। ইতিমধ্যে বেলাব সদর ইউনিয়ন পরিষদে একটি বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। যারফলে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব তৈরি অবিশ্বাস, আস্থাহীনতা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পালাক্রমে সবকয়টি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান গোলাপ মিয়াসহ ইউপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন