গ্রামীণ দর্পণ ডেস্ক: নরসিংদীতে তেলাবাহী লরিচাপায় তৌহিদুর ইসলাম তুহিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরা উপজেলার পূর্বেরচর পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন স্ব-পরিবারে তার মামার বাড়ি রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে থাকতেন। তার বাবার নাম খোরশেদ আলম। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত তুহিন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। ঘটনার দিন সকালে তার কর্মস্থল রায়পুরা উপজেলার দৌলতকান্দির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পরে সেখান থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি পূবেরচর পুকুরপাড়ে পৌঁছালে ঢাকাগামী একটি তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তুহিন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে যান। এ ঘটনায় চালক বা
লরিটি আটক করতে পারেনি পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। পরে তার স্বজনদের অনুরোধে বিনা ময়না তদন্তে
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply