মানবিক বিপর্যয় রোধে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম
ধর্মীয়বিধি ও স্বাস্থ্যবিধি মেনে করোনা উপসর্গ নিয়ে মৃত আবুল হোসেনের দাফন সম্পন্ন
গ্রামীণ দর্পণ ডেস্ক: ২৮ জুন সকাল ৮.০০ ঘটিকায় নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মণদী নিবাসী আবুল হোসেন (৫২) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন মর্মে সিভিল সার্জন অফিস নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও মৃত আবুল হোসেন এর ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা ছিলো।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়া এবং সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ানের তত্ত্বাবাবধানে দাফন সম্পন্ন করা হয়।
জেলা পুলিশ নরসিংদী, আনসার ভিডিপির সদস্যবৃন্দ মৃতের শেষকৃত্যে সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply