স্টাফ রিপোর্টার: কোন দুর্যোগ মোকাবেলা করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ তৈরি করছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় অনির্বাণ এর দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগী পরিবহন ও ডেড বডি ম্যানেজমেন্ট এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ এর উদ্দেশ্য ছিলো, দুর্যোগ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী যেকোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন এর পাশে থেকে কাজ করার মতো একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক তৈরি করা।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। আরো উপস্থিত ছিলেন নবধারা শিক্ষা পরিবার এর চেয়ারম্যান ও অনির্বাণ এর উপদেষ্টা মোতাহার হোসেন অনিক, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত প্রমুখ।
৩০ জুন ২০২০ তারিখ দিনব্যপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আলী, মাহমুদুল হাসান ও হাসানুল বান্না তাকী।
Leave a Reply