মাধবদী থেকে সংবাদাতা: কনে পক্ষকে বুঝিয়েছে বরের লোক আর বর পক্ষকে বুঝিয়েছে কনের লোক এমনি অভিনব কৌশলে বিয়ে অনুষ্ঠান থেকে প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণের গহনা লুট করে নেয় এক প্রতারক। ঘটনাটি ঘটেছে গত ৭ আগস্ট নরসিংদী সদর উপজেলার মাধবদী নওপাড়া গ্রামে। এ বিষয়ে কনের বাবা মোঃ হারুন অর রশিদ মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে কনের বাবা উল্লেখ করেন ৭ আগস্ট বিকাল সাড়ে ৩ টায় আমার মেয়ে তানজিলা আক্তার সুমির বিয়ে অনুষ্ঠানে বর যাত্রীর সাথে মিশে অজ্ঞাতনামা ০১ জন লোক বাড়িতে আসে। যখন বড় পক্ষ স্বর্ণালঙ্কার ও বিবাহ সরঞ্জমাদী কণে পক্ষকে বুঝিয়ে দেয় তখন প্রতারক সেখানে দাঁড়িয়েছিল। বরপক্ষের লোকজন চলে গেলে এক পর্যায়ে প্রতারক কনে পক্ষকে বলে লাকেসটি আমিই ক্রয় করেছিলাম আমার কাছে দেন। সবকিছু আমি বুঝিয়ে দেই। তখন কনে পক্ষের লোক বর পক্ষের লোক মনে করে তার কাছে দিলে কৌশলে একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল ও একটি গলার হাড়সহ প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায়। কিছু সময় পর কনেকে পড়াতে অলঙ্কার খোঁজ করে না পেয়ে তারা বুঝতে পারে প্রতারক স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। তখন অজ্ঞাতনামা প্রতারককে খোঁজাখুজি করেও আর না পেয়ে অনুষ্ঠানে উভয় পক্ষের লোকজনকে মোবাইলে ধারণ করা ভিডিও ও ছবি দেখালে কেউ চিনে না বলে জানায়।
এ বিষয়ে কনের বাবা মোঃ হারুন অর রশিদ বলেন প্রতারক লোকটিকে আমরা কেউ চিনি না। যদি ছবি দেখে কেউ চিনতে পারেন তাহলে প্রশাসন ও আমাদেরকে জানালে উপকৃত হবো। অভিযোগটি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত মাধবদী থানার পুলিশ অফিসার এস.আই সুবল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা বিষয়টি খুজে বের করার চেষ্টা করছি।
Leave a Reply