মোবারক হোসেন: নরসিংদী জেলাধীন শিবপুরের ঐতিহ্যবাহী ভিটামিন সি জাতীয় ফল লটকন ও জাতীয় ফল কাঠালসহ বিভিন্ন ফলের জন্য শিবপুর ও বেলাব উপজেলার চৈতন্যা, সৃষ্টিগড়, মুরগিবের, ভাঘবের, যশোর ও বেলাবসহ পুরো পাহাড়ী এলাকা বিখ্যাত। এই এলাকার ঐহিহ্যবাহী এ সমস্ত ফল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ২০টির ও বেশি দেশে রপ্তানি হচ্ছে। এতে দেশ অর্জন করছে বৈদেশিক মুদ্রা ও লাভবান হচ্ছে আমাদের দেশের কৃষক ও অর্থনীতি। চৈতন্যার লটকন চাষী মোঃ মোমেন মিয়া জানান, আমার প্রায় ৩ বিঘা জমিতে লটকনের বাগানে ২৫০টির মত গাছ রয়েছে। যা থেকে আমি এ বছর প্রায় ১২ লক্ষ টাকার লটকন বিক্রি করেছি। আমার বাগানের লটকন খুবই মিষ্টি এবং সুস্বাধু। আমি এ বছর প্রচুর পরিমাণে চারা ও কলম করেছি। যা নরসিংদী জেলা ছাড়িয়া আশপাশের জেলা গুলোতে অর্ডারের মাধ্যমে যতœসহকারে সরবরাহ করছি। তিনি আরো বলেন, সরকারি ভাবে স্থানীয় কৃষি অফিসে সহযোগীতা পেলে এ ফলটি বাংলাদেশের মধ্যে অর্থকরী ও রপ্তানিকারক ফল হিসাবে সুনাম অর্জন করতে পারবে বলে মনে করেন এলাকার সচেতন কৃষক মহল।
Leave a Reply