1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 3, 2023, 10:39 am

ভৈরবে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2020
  • 240 Time View

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন কার্মকর্তার কার্যালয় এর অধীনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। ১৯ আগস্ট বুধবার সকালে উপজেলা চত্বরে প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ এগুলো বিতরন করেন। এ সময় ৩০ টি পরিবার ও ১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করেন। তাছাড়া নির্মাণ কাজের জন্য প্রতি বান্ডেলে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা।
প্রাকৃতিক দূর্যোগ বন্যায় গরীব, অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বলেন, আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে যে সহায়তা পেয়েছি তাতে অনেক খুশি আমরা। উক্ত সহায়তার জন্য মাননীয় সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় লুবনা ফারজানা বলেন, চলতি বর্ষা মৌসুমে সারা বাংলাদেশে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার প্রাদুর্ভাবে ভৈরবে প্রায় শতাধিক ঘর-বাড়ি নষ্ট হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আজকে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ বান্ডেল ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্থদের মাঝে আরো সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category