স্টাফ রিপোর্টার: ২০১৯-২০২০ অর্থবছরে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য নরসিংদী জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
২৩ আগস্ট (রোববার) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী রাজস্ব প্রশাসনের আধুনিক ও জনকল্যাণমূলক সময়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন রাজস্ব সেবায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে এই সম্মাননা প্রদান প্রবর্তন করেছেন।
এ সময় জেলার শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর ও নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি), মো: শাহ আলম মিয়াকে রাজস্ব খাতে অবদান রাখায় সম্মাননা স্বরূপ ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এছাড়াও রাজস্বখাতে অবদান রাখায় সার্ভেয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন উপ ভূমি সহকারী কর্মকর্তাসহ মোট ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, শ্রেষ্ঠ সার্ভেয়ার মোঃ মাহবুব আলম (জেলা প্রশাসকের কার্যালয়), শ্রেষ্ঠ নাজির কাম ক্যাশিয়ার মোঃ আমির হোসেন (বেলাবো), দ্বিতীয় নাঈমা সুলতানা (মনোহরদী) এবং তৃতীয় আরিফুল ইসলাম (শিবপুর)। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এমদাদুল হক (নারায়ণপুর, বেলাবো), দ্বিতীয় মো. হারুন অর রশীদ (আমিরগঞ্জ, রায়পুরা) এবং তৃতীয় মোঃ আলিম উদ্দিন (পুটিয়া, শিবপুর)। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ (লেবুলতা, মনোহরদী), দ্বিতীয় মোঃ ফরহাদ মিয়া (মেহেরপাড়া, নরসিংদী সদর) ও তৃতীয় জয়ন্তী দত্ত (জিনারদী, পলাশ)।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ণউদ্যমে বিধিমোতাবেক সকল কার্যক্রম সম্পাদনের জন্য জেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় সরকার উপ পরিচালক কাউসার আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফ উল করিমসহ প্রতিটি ইউএনও, এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply