গ্রামীণ দর্পণ ডেস্ক: গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে এবং ড. এম. এইচ. ফাউন্ডেশনের আয়োজনে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজ, ড. এম. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীন বাংলাদেশ (একটি পরিবেশবাদী সংগঠন) এর প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার একে এম শাহজাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল আহমাদুর রহমান। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাহবুব তামিম, জামাল উল্লাহ, আসাদুজ্জামান, মুজাহিদুল ইসলাম, মু. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোলাইমান প্রধান, সজিব মিয়া, জাকির হোসেন জহিরুল চৌধুরী, রকিবুল আলম, মনিরা বেগম ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেকে একটি করেও যদি গাছ লাগায় তা হলো ১৬ কোটি গাছ লাগানো হবে। তিনি প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। সভাপতি তাঁর বক্তব্যে হযরত মুহাম্মদ (সা:) কে সবচেয়ে বড় পরিবেশবাদী হিসেবে উল্লেখ করে একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে আর তুমি যদি জানো আগামীকাল কেয়ামত, তাহলেও একটি গাছের চারা রোপন করো।” তিনি আরো বলেন, “আমাদেরকে টিকে থাকতে হবে, অবশ্যই পরিবেশে ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।” গ্রীণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেন তাঁর জীবদ্দশায় এক কোটি গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর তিনি গাছের চারা রোপণ ও বিতরণ করে থাকেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে গাছের চারা বিতরণ করা হয় এবং বক্তারা আলোচনায় অংশগ্রহণ করেন। জাতির পিতার জন্ম শত বর্ষ উৎযাপনের অংশ হিসেবে দেশ ব্যাপী এক কোটি গাছ লাগানো কার্যক্রমের জন্য সরকারকে সাধুবাদ জানান সভাপতি।
আলোচনা শেষে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply