স্টাফ রির্পোটার: নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের হিসেবে দুপক্ষের সংঘর্ষে এতে আহত হয়েছেন অন্তত ২ জন। আহত ব্যক্তিরা হলেন মোঃ আনোয়ার হোসেন ও মোঃ শফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে, রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের মোঃ সাত্তার মিয়া ও রতন মোল্লার সমর্থিতদের মধ্যে সোমবার রাত আনুমানিক ৯টায়।
জানা যায়, উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দীর্ঘ দিন ধরে। এ বিরোধের জের ধরেই সোমবার রাতে উভয় পক্ষের মাঝে কথাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা হয়। এ সময় অনোয়ার হোসেনের মাথায় আঘাত লাগে। এ সময় সে রক্তাক্ত হয়।
এ ব্যাপারে সাত্তার বলেন, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকালে জমি মাপ হওয়ার কথা। এ মাপ বানচাল করার জন্য কাদির মোল্লার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের লোকদের উপর হামলা চালায়। তাদের লাঠির আঘাতেই হয়তোবা আনোয়ারের মাথায় আঘাত লাগতে পারে।
এ ব্যাপারে মোঃ রতন মোল্লা বলেন, সাত্তারের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালায়। ওই সময় মোঃ আনোয়ার হোসেন আমাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের আঘাতে অনোয়ার রক্তাক্ত জখম হয়। এ সময় মোঃ শফিকুল ইসলাম নামে আর একজন আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে জমি মাপার কোন তারিখ নির্ধারন ছিলো না।
খবর পেয়ে রায়পুরা থানার এস আই মোঃ আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply