1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 2, 2023, 12:18 pm

নরসিংদীতে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2020
  • 237 Time View

স্টাফ রিপোর্টার: শিল্পসমৃদ্ধ জেলা নরসিংদীতে একটি শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি শনিবার ২৯ আগস্ট বিকালে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাজারে বারৈচা-বেলাব রোড প্রসস্থ ও শক্তিশালীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
এ সময় তিনি বলেন, বেলাবতে রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে, নদ খনন করা হয়েছে, স্কুল কলেজ স্থাপন করা হয়েছে, আরো একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বড় দলে প্রতিযোগিতা থাকবেই তবে প্রতিহিংসা থাকতে নেই। আওয়ামীলীগ একটি বড় রাজনৈতিক দল। এ দলে সকলের সাথে সকলের সমন্বয় করেই চলতে হবে। ব্যক্তি হিসাবে কেউ যদি আমাকে পছন্দ না করেন সেটা হতে পারে। তবে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকাকে যদি তারা পছন্দ করেন তাহলে তারাই আমার প্রকৃত বন্ধু।
মন্ত্রী বলেন, ১৫ আগস্টে যেসব কুলাঙ্গার বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে, সেসব খুনিদের ইতিহাস ক্ষমা করেনি।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়রম্যান প্রফেসর আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল হক সহ আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে শিল্পমন্ত্রী উপজেলার নিলক্ষীয়া গ্রামে একটি বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category