1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 4:28 am

নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, August 31, 2020
  • 349 বার দেখা হয়েছে

গ্রামীণ দর্পণ ডেস্ক: নরসিংদী জেলা জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ১১ জনে। শুক্রবার ২৮ আগস্ট এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন।
গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে এক ব্যক্তি শনাক্ত হন। এরপর ১৪২ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াতে সময় লাগে ৫৩ দিন। পরের ৫০০ ব্যক্তি আক্রান্ত হতে সময় লাগে মাত্র ১৩ দিন। আরও ২২ দিন সময় লাগে পরবর্তী ৫০০ ব্যক্তি আক্রান্ত হতে। তবে সর্বশেষ ৫১১ জন আক্রান্ত হলেন ৫৫ দিনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুক্রবার ২৮ আগস্ট পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১০ হাজার ৩৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা শেষে ১০ হাজার ৩৩৯ জনের নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ১১ জনের করোনা পজিটিভ আসে। জেলা জুড়ে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ১৯৫ জন, শিবপুরে ২০৫ জন, পলাশে ১৯৩ জন, রায়পুরায় ১৪৭ জন, বেলাবতে ১৩৩ জন ও মনোহরদীতে ১৩৮ জন রয়েছেন। বর্তমানে করোনায় আক্রান্ত আটজন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ২১৩ জন হোম আইসোলেশনে আছেন।
জেলায় কোভিড-১৯ –এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ জন মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ২৫ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলার ৬ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলার ২ জন করে এবং শিবপুর উপজেলার একজন রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ৫৫ জন।
নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত, অর্থাৎ সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৬৭ জন, শিবপুর উপজেলার ১৭৪ জন, পলাশ উপজেলার ১৫০ জন, মনোহরদী উপজেলার ১১৬ জন, বেলাব উপজেলার ১০৯ জন ও রায়পুরা উপজেলার ১৩২ জন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন