1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 6, 2023, 3:02 pm

নরসিংদীর আদিয়াবাদের গর্ব ব্যারিস্টার এরফান উদ্দিন ভূঁইয়া

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2020
  • 265 Time View

মাজেদুল ইসলাম: সমাজের প্রথিতযশা অনেক ব্যক্তিবর্গের নাম আমরা শুনে থাকি। এমনি একজন উদীয়মান তরুণ ব্যারিস্টার এরফান উদ্দিন ভূঁইয়া। তিনি ১৯৮৭ সালের ৫ অক্টোবর ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আদিয়াবাদ মধ্য পাড়া গ্রামে। পিতা মরহুম জসিম উদ্দিন (শিশু ভূঁইয়া) সমাজসেবা অধিদপ্তরের সাবেক পরিচালক ছিলেন। মাতার নাম মরহুমা নিলুফার বানু। দুই ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। সাংসারিক জীবনে তিনি অবিবাহিত। ব্যরিস্টার এরফান উদ্দিন ভূঁইয়া ঢাকার ব্রিটিশ কাউন্সিল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। ১৮ বছর বয়সে তিনি কানাডার টরোন্টোতে অভিবাসিত হন এবং ‘সেনেকা’ কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। ডিগ্রী শেষ করার পর তিনি দুই বছর ব্যবস্থাপনায় কাজ করেন এবং কানাডাতে স্থায়ী বাসিন্দা হওয়ার সম্মান লাভ করেন। এরফান যুক্তরাজ্যের ‘লেইস্টার’ বিশ^বিদ্যালয়ে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। ২০১৪ সালে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ণে ‘লা ট্রোব ইউনিভার্সিটিতে’ এক বছরের জন্য পরিদর্শক ছাত্র হিসেবে অধ্যয়ন করেন। ২০১৮ সালে তিনি কানাডার ‘ইয়র্ক ইউনিভার্সিটি’ থেকে ‘মাস্টার্স অব ল’ সম্পন্ন করেন। তারপর ২০২০ সালে কানাডার টরেন্টো, ওন্টারিওতে ব্যারিস্টার এবং সলিসিটর হিসেবে তিনি কাজ করে আসছেন। বর্তমানে তিনি কানাডার ওন্টারিওতে মিনিস্ট্রি অব এটর্ণি জেনারেলে এটর্ণি হিসেবে তালিকাভুক্ত হন। মেধাবী, বিনয়ী ও সদা হাস্যোজ্জল ব্যারিস্টার এরফান উদ্দিন ভঁইয়া এলাকাবাসীর সহযোগিতায় পিতার গৃহিত সমাজসেবামূলক কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যেতে চান। জনগণকে আইনগত সহায়তা প্রদানসহ সমাজের আর্ত-পীড়িতদের সেবায় আত্মনিয়োগ করা তার জীবনের অন্যতম স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category