গ্রামীণ দর্পণ ডেস্ক: ১ সেপ্টেম্বর মঙ্গলবার ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) রিজার্ভ অফিস, নরসিংদী বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শন পূর্ববর্তী সময়ে তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং আইন শৃঙ্খলা ও বিট পুলিশিং বাস্তবায়ন সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। তিনি তার বক্তব্যে অপরাধ, মাদক, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন। করোনা কালিন সময়ে নির্ভীক থেকে দায়িত্ব পালনের জন্য অকুতোভয় পুলিশ সদস্যদের তিনি ধন্যবাদ জানান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন ও আদর্শ এবং সরকারি কর্মচারিদের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশনার বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দেন। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যে বাংলাদেশ সে বাংলাদেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে সকলকে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ।
Leave a Reply