1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 3:47 pm

নরসিংদীতে ভূমিহীন ৪০ পরিবারে জমির দলিল হস্তান্তর করলেন বিভাগীয় কমিশনার

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, September 27, 2020
  • 325 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান, পিএএ। নরসিংদীতে ৪০ জন অসহায়-ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান, পিএএ।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারী ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দ এর অংশ হিসেবে ৪০ জন ভূমিহীন পরিবারের মধ্যে তিন একর জমি বরাদ্দ দেয়া হয়। এতে ভূমিহীন পরিবাগুলো বাসস্থানের সুযোগ পেলো।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইনডিপেনডেন্ট কলেজ, নরসিংদীর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, রেভিনিউ ডেপুটি কলেক্টর আসসাদিক জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন