মনোহরদী প্রতিনিধি: মনোহরদীতে আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণের উপর হামলা ও জোর করে জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হয়েছে যার নং ৩৭৯/২০। মামলার এজাহারে প্রকাশ মনোহরদী থানার চঙ্গভাঙ্গা হাতিরদিয়া (কেতুইরাবাড়ী) এলাকায় বসবাস করা শফিকুল ইসলাম, রোকেয়া বেগম, আনিছা বেগম, আল মামুন, মিনারা বেগম, বজলুর রহমানসহ আরো বেশ কয়েকটি পরিবারের উপর হামলা চালিয়ে জোর করে একই গ্রামের মো. গালিব, মো. অলিদ উভয়, পিতা: মৃত মো. আতাউর রহমান, মো. সাইদুর রহমান ভূইয়া, পিতা: মৃত. আঃ খালেক ভূইয়া, নাফিজ পিতা সাইদুর রহমান ভূইয়া সহ আরো বেশ কয়েকজন ব্যাক্তি আইন অমান্য করে বাদীসহ তার প্রতিবেশীদের জমি ও গোরস্থান কৌশলে দখল করে মার্কেট তৈরী করে। তাদের দখলের প্রতিবাদ করলে তারা বাদী পক্ষকে মামলা দিয়ে হয়রানী করছে দীর্ঘ দিন যাবত। তারা বাদী পক্ষের মৃত ব্যক্তিদের কবর দেয়ার জায়গা টুকু ও নিয়ে গেছে। এখন আত্মীয়-স্বজনের জায়গায় মৃত ব্যাক্তিদের দাফনের ব্যবস্থা করতে হয়। এতেও তারা ক্ষান্ত হয়নি তারা ৩ নং দাগের ভূমিতে বসবাসরত ব্যাক্তিদের উপর একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে ও দখলের চেষ্টা করছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুরে বিবাদী পক্ষ আদালতের আদেশ অমান্য করে আল মামুন ও আনিছা বেগমকে গালিগালাজ করে তারা এর প্রতিবাদ করলে বিবাদীগণ তাদেরকে বেদম মারপিট করে তাদের কে রক্ষা করতে যেয়ে প্রতিবেশী বজলুর রহমান এগিয়ে এলে তাকে বেদম মারধর করে, বিল্লালের বৃদ্ধ মাকে তারা লাথি মেরে এবং মিনারা বেগম বেগমকে গুসি মেরে ফেলে দেয় ও তাদের শ্লীলতাহানি করে। মাথা গুজার শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য এলাকার সবার পক্ষে শফিকুল ইসলাম পিতা মৃত ছুফুর উদ্দিন সাং চঙ্গভাঙ্গা মনোহরদী, আদালতে মামলা দায়ের করেছেন। আদালত উভয় পক্ষকে নিজ নিজ জায়গায় থাকার নির্দেশ প্রদান করেছেন। কিন্তু মো. গালিব গং আদালতের নির্দেশ অমান্য করে জোর করে জায়গা দখলের পায়তারা করছে।
Leave a Reply