মাজেদুল ইসলাম: সুস্থ ধারার সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে নরসিংদীর শিবপুর উপজেলার জানখারটেক মোড়ে ‘একতা গ্রামীণ সংগঠন’ নামে একটি নতুন আত্মপ্রত্যয়ী সেচ্ছাসেবী অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে। সমাজ থেকে মাদক নির্মূল, আর্ত-পীড়িতদের চিকিৎসা সেবা, দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান, বাল্য বিবাহ নিরোধ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, অবহেলিত তথা বঞ্চিতদের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অসংগতি দূরীকরণসহ সুশীল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একদল তরুণ, উদ্যমী ও প্রাণোচ্ছ্বল শিক্ষিত নিবেদিত সমাজকর্মীদের স্বপ্রণোদিত ঐকান্তিক প্রচেষ্টায় শতাধিক সদস্য নিয়ে শুক্রবার বিকেলে শুভ উদ্বোধনের মাধ্যমে এ সংগঠনের পথচলা শুরু হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কার্যনির্বাহী পরিষদের কাঠামো নি¤œরূপ প্রধান উপদেষ্টা-ডা. মো. সারোয়ার হোসেন খান, সভাপতি-মো. ধন মিয়া, সহ-সভাপতি-হাজী মো. বাদল মিয়া, সাধারণ সম্পাদক- মো. আমির হোসেন (ব্রিটিশ), যুগ্ম সাধারণ সম্পাদক- রবি মো. রায়হান, কোষাধ্যক্ষ- ডা. মোক্তার হোসেন, নির্বাহী সদস্য-আব্দুল গণি, ফারুক ভূইয়া, বিল্লাল হোসেন, সবিকুল ইসলাম (সবি), রুবেল মিয়া ও শাহিন সরকার।
সংগঠনের সভাপতি মো. ধন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী ওলামালীগ এর সভাপতি আলহাজ¦ মো. আতাউর রহমান বঙ্গ। সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মানিক ভূইয়া। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মিলন মিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা কবির হোসেন, হাবীবুর রহমান ফরাজী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য আব্দুল গণি। পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply