স্টাফ রিপোর্টার: নরসিংদী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল হক দিপু। তিনি সাধারচরবাসীকে মডেল ইউনিয়ন উপহার দিতে চান। সাধারচর ইউনিয়নের বাসিন্দারা বলছেন, কিন ইমেজের জন্য স্থানীয় মানুষের কাছে তুমুল জনপ্রিয় তিনি। জাহিদুল হক দিপু দীর্ঘদিন রাজনীতি করলেও কারও সঙ্গে স্বার্থের দ্বন্দ্বে না জড়ানোয় সকলের পছন্দের প্রার্থী তিনি। বরং সবাইকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করছেন তিনি।
স্থানীয় ইউনিয়ন বাসিন্দারা জানান, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে সু-সম্পর্ক জাহিদুল হক দিপু। এলাকার মানুষের বিপদে পাশে থাকায় সবাই তাকে পছন্দ করেন। এলাকার মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছেন।
সাধারচর ইউনিয়ন নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হক দিপু বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্য করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। নির্বাচিত হলে আমি সাধারচরবাসীকে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই। তিনি আরও বলেন, ইউনিয়নে অনেক সেবা আছে, যেগুলো স্থানীয় মানুষ জানেন না। ঠিকঠাক সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা স্বাবলম্বী হতে পারবেন। আমি সেই সেবাগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে চাই।
Leave a Reply