স্টাফ রিপোর্টার: শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে জনসচেতনতা তৈরী করার জন্য উপজেলার দুলালপুর বাজার, গারদবাজার, বন্যার বাজারে মাইকিং, মাস্ক বিতরন করা হয়। যারা সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘুরাফিরা করছে এই সব ব্যাক্তিদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা আদায় করা হয়েছে। ৩ জুলাই শনিবার সকাল থেকে এখনো পর্যন্ত মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে দুইটি টিম শিবপুর উপজেলা ও পৌরসভার মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করেন। পাশপাশি বিশেষ বিশেষ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযান পরিচালনাকালে ইউএনও বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামায় ১৫০০ টাকা নগদ জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে মাইকিং করে সচেতন করা হচ্ছে মানুষকে। করোনা আতংক নয়, সচেতন থাকলেই এর সংক্রমণ হতে বাঁচা যায়। বিশেষ করে এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধি করতে গণমাধ্যমকেও এগিয়ে আসারও আহŸান জানান তিনি।
তাছাড়া অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতা করার জন্য হট লাইন চালু করা হয়েছে। এই নাম্বারে ০১৩০৬৭২১৩৩৮ ফোন করলে প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিবে। এই হট লাইন চালু করায় সাধারণ মানুষও খুব খুশি হয়েছে যারা প্রকাশ্যে সাহায্য সহযোগিতা নিতে লজ্জা পেত।
শিবপুর মডেল থানা: নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন মিয়ার নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে পুলিশ। কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকেই শিবপুর মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শনিবার দুপুর থেকে শিবপুর সদর বাজারে অভিযানের কিছু স্থির চিত্র।কঠোর লকডাউনের মধ্যে আজকে শিবপুর উপজেলার পুটিয়া বাজারের দৃশ্য এটি।
মনোহরদী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার সময় ভয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে উল্টে গেল একটি অটো।
Leave a Reply