রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সায়দাবাদ সিএন্ডজি স্ট্যান্ড নিয়ে বিরোধের জের হিসেবে মোঃ রাসেল মিয়া(২৮) নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় রক্তার্ত জখম হয়ে গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। সে সায়দাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭টায় সায়দাবাদ গ্রামে। এ ব্যাপারে ২৩জনকে আসামী করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছেন আহতের ভাই বড় ভাই নূর আলম কাকন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেল ঘটনার সময় পার্শ্ববর্তী আলীনগর বাজার থেকে রিক্সা করে নিজ বাড়ীতে আসছিলেন। এ সময় সায়দাবাদ তার নিজ বাড়ীর কাছে ব্যাপারী বাড়ী সংলগ্ন আসলে ঔ সময় প্রতিপক্ষ আবু হানিফ ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে দেশীর অস্ত্রসস্ত্র নিয়ে রাসেলের পথ গতিরোধ করে এলোপাথারি ভাবে তার উপর হামলা চালায়। এ সময় তার চোখে ও দাঁতে আঘাত লেগে রক্তার্ত জখম হয় রাসেল। এ সময় য় উপরে যায় তার তিনটি দাঁত। পরে তার আশেপাশের লোকজন এসে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেন। এর আগে শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ মেম্বারের উপর ও হামলা চালানোর চেস্টা করে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে আবু হানিফ মোবাইল ফোনে তার উপরের অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট উল্লেখ্য করে বলেন,এ ঘটনা কোন স্ট্যান্ডের সাথে জড়িত নয়। একটি মেয়েলি ব্যাপারকে কেন্দ্র করে সহযোগী হিসেবে আসছিলো রাসেল। পরে কিছু লোকজন তাকে দাওয়া করলে সড়কে পড়ে গিয়ে সে আহত হয়। এ ব্যাপারে রায়পুরায় থানার ডিউটি অফিসার এস আই আব্দুল ওহায়াব থানায় অভিযোগ দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply