আমিনুল হক: আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বাজারে আসছে নরসিংদীর নবাব নামের প্রায় ছয় বছর বয়সী এবং ৩৩ মণ ও জনের একটি ষাঁড় গরুরি দাম হাঁকানো হচ্ছে ৬থেকে ৭ লাখ টাকা। ফ্রিজিয়ান জাতের ওই ষাঁড়টি লম্বায় প্রায় সাড়ে ৮ ফুট, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
নরসিংদীর বেলাব উপজেলার নারায়পুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের মো. হুমায়ুন কবির মোল্লার গৃহপালিত এই গরু নাম রাখা হয় ‘নরসিংদীর নবাব’। প্রায় ছয় বছর আগে গৃহে পালিত গাভী থেকে জন্ম এই নবাবের।
খামারি হুমায়ন কবির মোল্লা বলেন, এ বছরই আমি কোরবানির ঈদে ষাঁড়টি বিক্রির জন্য প্রস্তুত করেছি। নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় গরু বলে আমি মনে করি। তাকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। আমার পাশাপাশি আমার ছেলে ,মেয়ে, স্ত্রী লালন-পালনে সহযোগিতা করেছেন। বেলাব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফ বলেন, নিয়মিত ষাঁড়টি দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করছেন হুমায়ূন কবির মোল্লা। তার ষাঁড়টিই উপজেলার মধ্যে সবচেয়ে বড়।
তনি আরও বলেন, লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি ও ন্যায্যমূল্য নিয়ে খামারিরা চিন্তিত। আমরা অনলাইনে পশু বিক্রির জন্য অ্যাপ তৈরি করেছি। ওই অ্যাপের মাধ্যমে যে কেউ কোরবানির পশু বিক্রি করতে পারবেন।
Leave a Reply