1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 7, 2023, 4:06 pm

নরসিদংদীতে প্রাণ আরএফএল এর নির্মাণাধীন ভবনে আগুন

Reporter Name
  • Update Time : Thursday, July 15, 2021
  • 228 Time View

ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে পলাশের ডাংগার কাজীরচরে অবস্থিত প্রাণ আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ আরএলএফ ইলেকট্রনিক্স কারখানার নির্মানাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।
উায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম আরো জানান, আজ সোমবার ১৩ জুলাই বিকেল সোয়া ৪ টায় অফিসের সরকারী নাম্বারে কল আসে যে পলাশের ডাংগায় চড়কায় আগুন লেগেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হলে কারখানার প্রধান ফটকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের ফায়ার সার্ভিসের দলকে আটকে দেয় কারখানার নিরাপত্তা কর্মীরা। দীর্ঘ ২০ মিনিট আটকে রাখার পর ভেতরে গিয়ে আগুনের অবস্থা দেখে অন্যান্যদের কল করা হলে নরসিংদী সদরের ৩টি ইউনিট ও পলাশের দুটি ইউনিটসহ মোট ৫টি ইউনিয়ট প্রায় দেড় ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। নির্মানাধীন ভবন থাকায় নির্মানের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে সেখানে কিভাবে আগুন লেগেছে তার সঠিক জবাব দিতে না পারলেও তিনি বলেন, ঘটনার সার্বিক পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে আগুনের ঘটনাটি রহস্যজনক।
ঘটনার বিষয়ে প্রাণ আরএফএল গ্রুপের পলাশের উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) মোস্তাক আহমেদ জানান, ডাংগায় ইলেকট্রনিক্স বিভাগের নির্মানাধীন ভবনে আগুন লাগার পর প্রথমে পলাশ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে নরসিংদী ইউনিট ঘটনাস্থলে আসলে স্থানীয়রা ও পুলিশ তাদের কিছুক্ষণ আটকে রাখে। আর কারখানায় এমন সচরাচর আগুনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। আর আগুনের ঘটনায় বেশী ক্ষতিগ্রস্ত হয়নি। ৪/৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাণ আরএফল এর ডাংগার চড়কা টেক্সটাইল এর (এজিএম) সাইফুল ইসলাম জানান, আগুনের ঘটনার পর পলাশ ফায়ার সার্ভিস যথা সময়ে কাজ শুরু করে। আর নরসিংদী ফায়ার সার্ভিসকে আটকে রাখার ঘটনা তেমন কিছু নয়।
ঘটনার বিষয়ে পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদিকুল বারী জানান, প্রাণ কর্তৃপক্ষ থেকে বিকেল ৪টা ২৫ মিনিটের সময় কল আসে কোম্পানির ডাংগার একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যাই এবং কাজ শুরু করি। একটু পর নরসিংদী থেকে ৩টি ইউনিট আসলে তাদের নাকি আটকে দেয়া হয়। যা বেআইনী ও অনধিকার চর্চা এবং কাজে বাধাদানের সামিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্মানাধীন কাজ করতে গিয়ে যে বাইভ্রেটর ব্যবহার করা হয় তা বিদ্যুৎ দ্বারা। আর এ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category