রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সোমবার স্ত্রী হুনুফার যৌতুকের মামলায় স্বামী মুন্না ভেন্ডারকে গ্রেপ্তার করেছেন রায়পুরা থানার পুলিশ। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন এস আই সোহেল। জানা যায়,গত ৬ বছর আগে পারিবারিক সম্মতিতে মির্জাপুর ইউনিয়নের পিরপুর নামা পাড়া গ্রামের জজ মিয়ার ছেলে মুন্না ভেন্ডারের একই ইউনিয়নের ঠাকুর বাড়ী মোড়ের মোগল মিয়ার মেয়ে হুনুফার সাথে বিয়ে হয়। দুই বছর পর তাদের কোলে আসে একটি কন্যা সন্তান। কন্যা সন্তান জান্নাতের বয়স এখন ৪ বছর।
স্ত্রীর হনুফার অভিযোগ, স্বামীর চাপে বিয়ের পর থেকেই তার বাবার বাড়ী থেকে টাকা এনে দিতো হনুফা। টাকা এনে না দিলে তার উপর নির্যাতন চালাতো। এ ছাড়া ও একাদিক নারীদের সাথে মুন্নার অবৈধ সম্পর্কের কথা বলেন স্ত্রী হনুফা। ঈদুল আযহার আগের বুধবার নারায়ণপুর নামক স্থানে তার বাসা বাড়ীতে একটি মেয়ের সাথে মুন্নাকে আপত্তিকর অবস্থা দেখে ফেললে তার উপর আসে আরো অমানবিক নির্যাতন। এর পরও হুনুফাকে তার বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে চাপ দেয় মুন্না। হনুফা অস্বীকার করলে তার উপর নির্যাতন চালায় মুন্না। পরে গত ১৮ জুলাই রবিবার হুনুফা আদালতে স্বামীর বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেন। পরে সেই মামলায় মুন্নার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। পরে এস আই সোহেল পিরপুর গ্রাম থেকে গতকাল সোমবার সকালে মুন্নাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
Leave a Reply