রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মহামারী করোনা ভাইরাস সংক্রমন ঠেকাকে তৃণমূল পর্যায়ে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের মধ্যে রয়েছে উপজেলার ২৪ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১৪ সদস্য বিভিন্ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ২০ সদস্য করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। এ সকল কমিটির কাজ হলো গ্রামে গ্রামে করোন ভাইরাস সংক্রমন রোধ সম্পর্কে জনসাধারনকে সচেতন করে তোলা এবং করোনা ভাইরাস সনাক্ত রোগীদের প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে ঘরে থাকা নিশ্চিত করনে প্রশাসনের সহায়তায় তাদের সহযোগীতা করা। শুক্রবার এ বিষয়ক রাধানগর ও মরজাল এ দুইটি ইউনিয়নে এক পরামর্শ সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম তপনসহ অনেকে।
Leave a Reply