স্টাফ রির্পোটার: শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে দুলালপুর ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সচেতনতামূলক সভা ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. মেরাজুল হক মেরাজ।সভায় বক্তব্য রাখেন দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সমাজসেবক ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য আ. আজিজ,দুলালপুর ইউনিয়ন পরিষদের সদস্য সচিব ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সোহেল মিয়া, দুলালপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য মো. শহিদুল্লাহ মোল্লা গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য মো. ফারুক মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যগন। সভায় জনগণকে টিকা গ্রহণের ব্যাপারে ও সরকারী নির্দেশনার বিধিনিষেধ সম্পর্কে উদ্বুদ্ধকরণের বিষয়ে আলোচনা করা হয়। সভাশেষে চেয়ারম্যান আলহাজ্ব মো. মেরাজুল হক মেরাজ সাহেব উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।
Leave a Reply