তারেক হোসেন তালাশ: মনোহরদীতে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম, মুক্তিযোদ্ধাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, উপজেলা আওয়ামীলীগের পক্ষ্য থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায় এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক তৌহিদুল আলম, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য নেত্রী বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র প্রমুখ। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ্য থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মিল্লাদ মাহফিল এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Leave a Reply