আমিনুল হক: মাইক্রোবাসের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেক ও চৈতন্য এলাকার মধ্যবর্তী স্থানে।
নিহত দুইজনের মধ্যে একজন মো. মনির হোসেন (৩৮)। তিনি বেলাব উপজেলার বারৈচা গ্রামের তোতা মিয়ার মেম্বারের ছেলে ও জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক। অন্যজন শাহানশাহ আলম বিপ্লব (৩৭)। তিনি রায়পৃরা উপজেলার লোচনপুরা উত্তরপাঁড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে ও উত্তর বাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মটর সাইকেল যোগে নরসিংদী থেকে বারৈচা ও বাড়ির উদ্দেশ্যে আসছিল দুই বন্ধু মনির হোসেন ও শাহানশাহ আলম বিপ্লব। এসময় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেক ও চৈতন্য এলাকার মাঝামাঝি স্থানে পৌছলে পিছন থেকে একটি সাদা রঙ্গের মাইক্রোবাস গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৬-৩০৪৬) দুই বন্ধুকে ধাক্কা দেয়। এসময় মটর সাইকেল চালক মো. মনির হোসেন ও মটর সাইকেল আরোহী তার বন্ধু শাহানশাহ আলম বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়। হাইওয়ে পুলিষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেছে।
ইটাখলা হাইওয়ে থানার ওসি নুর হায়দার তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিলেটগামী একটি বাজাজ কোম্পানীর মটর সাইকেলকে একইগামী বেপরোয়া একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় মটর সাইকেল চালক মনির হোসেন ও আরোহী শাহানশাহ আলম বিপ্লব নামে দুই যুবক দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
Leave a Reply