আতাউর রহমান ফারুক: মনোহরদীর গ্রামে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে সাপের দংশনে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। মনোহরদী উপজেলার গন্ডারদীয়া গ্রামের আ. মোতালিব (৬৫) সাভারদীয়ার মোড়ে একটি পানের দোকান চালাতেন। সোমবার (২৩ আগষ্ট) রাত ৯টার দিকে বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফিরছিলেন তিনি। পথিমধ্যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মাঠের একটি আল পথে তার পায়ে সাপ দংশন করে। বাড়ী ফেরার পর বিষক্রিয়ায় রাতেই তার মৃত্যু ঘটে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।
Leave a Reply