ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে দড়িপাড়া রেলগেটের আনুমানিক ১০০ গজ দূরে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। রেলগেটটির অবস্থান গাজীপুরের আড়িখোলা স্টেশন ও পুবাইল স্টেশনের মধ্যবর্তী স্থানে। নরসিংদীর দৌলতকান্দি স্টেশন থেকে গাজীপুরের পুবাইল স্টেশন পর্যন্ত আওতায় থাকায় লাশটি উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি বলছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চিটাগাং মেইল ট্রেন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৮টার দিকে দড়িপাড়া রেলগেট এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথার পেছনের অংশ ফেটে যায়। এ ছাড়া তাঁর একটি হাতও ভেঙে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ার আগে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।
দড়াপাড়া রেলগেটের কিপার মো. জুয়েল মিয়া বলেন, ‘ওই ব্যক্তিকে গতকাল থেকে এই এলাকায় দেখা যাচ্ছিল। তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে আমাদের। বেশ কয়েক দফা তাঁকে বলা হয়েছিল রেললাইন থেকে সরে আসতে। কিন্তু বারবারই তিনি রেললাইনে উঠছিলেন। আজ সকালে রেললাইনের পাশেই তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান, ‘ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
Leave a Reply