1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 7, 2023, 4:04 pm

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

Reporter Name
  • Update Time : Monday, August 30, 2021
  • 198 Time View

ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর রেলগেইট সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইটের আনুমানিক ১০০ গজ দূরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সন্ত্রস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইট এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে তাঁর বাম পা ও ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারের পর নিহতের লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী জানান, সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category