মুহা. ইসমাইল হোসাইন খান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খিদিরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে খিদিরপুর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি এ এস এ খোকন পাঠান।
সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কাউছার রশিদ বিপ্লবপ্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখানে ১৫ ও ২১ আগস্টে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply