তৌহিদুর রহমান: নরসিংদীতে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। এর আগে বুধবার সদর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সদর থানার পৌর এলাকার সাটিরপাড়ার মো. কাশেম মুন্সীর ছেলে মো. শাহজাহান মিয়া (৪২), ব্রাহ্মনপাড়ার মো. সোহরাব মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৫), পশ্চিমকান্দা পাড়ার কামালের ছেলে রুবেল (২৪), সাটিরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শাকিল ওরফে বড়ি শাকিল (২৬) ও চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘােড়াদিয়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে জামাল মিয়া (৩৮)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিরোধী পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply