মো. নজরুল ইসলাম: গত ৩০ আগস্ট ২০২১ ইং রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের আব্দুল্লাহ কান্দি নিউটেক মেশিনারিজ ফ্যাক্টরিতে অজ্ঞাতনামা ডাকাত দল ফ্যাক্টরির পাহারাদারদের জিম্মি ও মারধর করে একটি পিকআপে করে মেশিনারিজ মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজিম পিপিএম এর দিক নির্দেশনায় মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মো. সৈয়দুজ্জামান এর নেতৃত্বে এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গতকাল ২ সেপ্টেম্বর ২০২১ ইং সোনারগাঁও থানার বেহাকৈর হাফেজ এর দোকান ও ডিএমপি, ঢাকার কদমতলী থানার পোস্তগোলা এলাকার মামুন পারভেজের মেশিনারি পার্টস এর দোকান হতে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন এবং দু’জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাতরা হলেন মো. মামুন পারভেজ (৩১), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-পশ্চিম জুরাইন, থানা- শ্যামপুর, ঢাকা ও মো. লিটন (৫৫), পিতা- মৃত মতিউর রহমান, সাং- বালুর চর, থানা- কেরানিগঞ্জ, জেলা-ঢাকা। গ্রেপ্তারকৃত ডাকাতদ্বয়কে ডাকাতির মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply