1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
November 29, 2023, 9:52 pm

পলাশে ছাগল চুরি করে পালানোর পথে হাতেনাতে ধরা খেল ২ চোর

Reporter Name
  • Update Time : Monday, September 6, 2021
  • 251 Time View

পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশে ছাগল চুরি করে যাওয়ার পথে হাতেনাতে ধরা খেল দুই চোর। রবিবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ছাগল ও সিএনজিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার দোহার থানা এলাকার কুসুমহাটি মহল্লার (ভাসমান) মৃত শেখ আরজ আলীর ছেলে আব্দুল করিম (৪৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকার পাঁচগাও গ্রামের জামাল হোসেনের ছেলে ওবায়দুল হক (৩৫)। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানা জানান, রবিবার বিকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় অতিদ্রুত গতিতে সিএনজি যাওয়া দেখে সন্দেহ হয়। পরে তাদের সিএনজিকে থামানোর চেষ্টা করলে তারা সিএনজি ও ছাগল রেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে ছাগল চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাগল-গরু চুরির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category