অরবিন্দ রায়: নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নির্বাচিত কাউন্সিলরদের ভোটে পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে মো. মিজানুর রহমান ও সাধারন সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহকে নির্বাচিত করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। দুপুরের পর ইউনিয়নের ৯ টি ওর্য়াড থেকে মিছিল নিয়ে আওয়ামীগের কর্মীরা দলে দলে সম্মেলনে যোগদান করেন।
পাঁচদোনার চেয়ারম্যান মিলের সামনে বালুর মাঠে সম্মেলনে পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরিফুল হক। সম্মেলনের উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস প্রমুখ, জাতীয় পদকপ্রাপ্ত যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ওসমান গনি ফরাজী প্রমুখ।
Leave a Reply