মো. জসিম উদ্দিন: করোনা মহামারী পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের মানসিক প্রতিভার বিকাশ সাধনে গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার নরসিংদী পাবলিক কলেজ কর্তৃপক্ষ ড্রীম হলিডে পার্কে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ নবীবনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (সিলেট) ভৌতবিজ্ঞান অনুষদ এর সাবেক শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম (হিরন), বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, নরসিংদী সরকারী মহিলা কলেজের প্রভাষক মাজহারুল আলম রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন ওয়েলফেয়ার ট্রাস্ট ও নরসিংদী পাবলিক কলেজের সভাপতি মো. আশরাফুল হক। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী পাবলিক কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন কলেজের পরিচালক ও শিক্ষক মো. ফজলুল হক, মো. এনামুল হক, মো. লুৎফর রহমান, সোহরাফ হোসাইন, মো. মুকুল মিয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের রুদ্রসামাদ, ব্যবসায় শিক্ষার তাছমীম জাহান ও মানবিক বিভাগের সুমাইয়া।
প্রধান অতিথি সামসুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে মেধাবীর অভাব নেই। কিন্তু ভাল মানুষের খুবই অভাব। তোমরা ভাল মানুষ হবে, সুন্দর মনের মানুষ হবে। ভাল মানুষের অভাবে সর্বক্ষেত্রে আজ নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। ফলে আমরা পদে পদে প্রতারনা, হয়রানির শিকার। সমাজে অশান্তি, অস্থিরতা দুর্নীতি বেড়েই চলছে। কাজেই শিক্ষা অর্জনের মাধ্যমে তোমরা ভাল মানুষ হবে। ভাল মানুষ হতে না পারলে মেধাবীর কোন মূল্য নেই।
বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, তোমরা শিক্ষকদেরকে সম্মান করবে, শিক্ষকদেরকে অবশ্যই অনুসরণ করবে। নিয়মিত ক্লাশ করবে। ক্লাশে শিক্ষক যা বলবে তা নোট নিবে। বাড়ী ফিরে সেগুলো মিলিয়ে ফাইনাল নোট তৈরী করবে। এভাবে শিক্ষককে অনুসরণ করলে তোমাদের জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মাজহারুল পারভেজ, ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব্পূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, তোমরা মা-বাবা ও শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করবে। শিক্ষকদের আদর্শ মেনে চলবে। মা-বাবার কথা মেনে চলবে। তা হলে আল্লাহতাআলার রহমত থেকে কখনো বঞ্চিত হবে। মাথায় চুল শৃংখলার মধ্যে রাখবে। দাড়ি রাখা বড় সুন্নত আমাদের নবী মুহাম্মদ (সা.) কে সম্মান করা। নবীর মুহাম্মদ (সা.) সুন্নতের অবমাননা করে এমন দাড়ি রাখার প্রয়োজন নেই। নবীর (সা.) প্রতি সম্মান হয় এমন ভাবে দাড়ি রাখবে। প্রয়োজনের বাইরে মোবাইল ব্যবহার করবেনা। পড়ালেখা করে নিজেকে সম্পদে পরিনত করবে। তা হলে তোমরা দেশ ও জাতির বোঝা হবেনা।
Leave a Reply