মো. নজরুল ইসলাম: গত ৩০সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উত্তর বিরামপুরে আঞ্জুমানে গরীবে নেওয়াজ আশেকানে চাঁদপুরী শাহ এর আয়োজনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লার লাকসামের আশরাফনগর দরবার শহীফের পীর সাহেব আল্লামা ড. সৈয়দ মো. রেজাউল হক চাঁদপুরী। আরো উপস্থিত ছিলেন দরবারে চাঁদপুরী শাহ এর খাদেম ও খলিফা হযরত মাওলানা মো. জহিরুল ইসলাম, খলিফা মাওলানা মো. জাহাঙ্গীর আলম মুজাহেদী, টাটাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মাসুম বিল্লাহ আল কাদেরী, শাহ সুফি খলিফা আলহাজ্ব মো. ছবির মিয়া, শাহ সুফি হাজী মো. আবুল হোসেন, শাহ সুফি দেলোয়ার হোসেন, শাহ সুফি মো. আক্তার হোসেন, শাহ সুফি সাষ্টার মো. আমির হোসেন ও এলাকার চাদপরী শাহ (রঃ) এর অসংখ্য ভক্ত ও মুরিদগন।
Leave a Reply