ডেস্ক রিপোর্ট: প্রতি বছরের ন্যায় এ বছরও আজ ৪ অক্টোবর/২০২১ থেকে ২৫ অক্টোবর/২০২১ পর্যন্ত মোট ২২ দিন প্রধান মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।
সারাদেশের ন্যায় নরসিংদী জেলায় ২২ দিন ইলিশ মাছ আহরণ, ক্রয়-বিক্রয় বন্ধ রাখার জন্য জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও মাছের আড়ত-বাজার জেলে পল্লীতে জনসচেতনতা সভা লিফলেট বিতরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নরসিংদী জেলার ২০২১-২০২২ অর্থবছরের রায়পুরা ও সদর উপজেলায় মানবিক সহায়তা হিসেবে ইলিশ ধরা বিরত রাখতে ১৫০০ জন জেলেকে ২০ কেজি হারে ৩০.০০ মে.টন ভিজিএফ বিতরণ করা হবে। প্রচারে: ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি, নরসিংদী সদর উপজেলা, নরসিংদী। -প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply