1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 5, 2023, 5:43 am

মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : Monday, October 4, 2021
  • 240 Time View

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রবিবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কটিয়াদীগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে মঠখোলা থেকে ঢাকাগামী মনোহরদী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- বিআরটিসি বাসের চালক শহিদুল ইসলাম (৪৯), মনোহরদী পরিবহনের চালক রফিকুল ইসলাম (৩৫)। গাড়ির যাত্রী বেলাব উপজেলার ওমর ফারুক (৪৫), বিন্নাবাইদ এলাকার জুনায়েদ (৪২), কটিয়াদি উপজেলার বিজয় কুমার (৫২), নেত্রকোনা জেলার রঞ্জিত কুমার (৩০), মনোহরদীর জুমান (২০), চরমান্দালিয়ার আবদুল মালেক (২৩), হাতিরদিয়ার সাধন চন্দ্র (৫৫), পাকুন্দিয়া উপজেলার বটতলার রেনু মিয়া (৬০), আল-আমীন (৩১), কিশোরগঞ্জের ওয়াসিম (২০) এবং উজ্জ্বল মিয়া (১৮)। আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সামান্য আঘাতপ্রাপ্ত কয়েকজন বিভিন্ন ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিআরটিসি বাসের চালক গাড়ির ভিতরে চাপা পরেছিলেন। প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে চালক শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘গাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে দূর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category