মুহা. ইসমাইল খান: সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা অন্যকে নিয়ে ভাবেন, ঝাঁপিয়ে পড়েন তাদের সাহায্যে। চলমান পরিস্থিতিতে এমনই একজন মানবিক যোদ্ধা মো. আশরাফুল ইসলাম। সমাজিক বিভিন্ন সেবামূলক কাজে করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। আশরাফুল মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) দলনেতা। ২০১৪ সালে ইউনিয়ন ভিডিপি’র দলনেতা হিসেবে যোগদান করেন।
স্থানীয়রা জানান, স্বেচ্ছায় যারা মানুষের সেবা করেন, তাঁরাই প্রকৃত স্বেচ্ছাসেবী। এমনই একজন সফল স্বেচ্ছাসেবী আশরাফুল। অনেক দিন ধরে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী হয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মানবপ্রেমের গুণটিই তাকে করোনার সময়টাতেও ঘরে বসে থাকতে দেয়নি। এই অকুতোভয় সৈনিক করোনা মহামারিতে ব্যস্ততার মাঝেও তিনি মানবপ্রেমের কথা ভুলে যাননি।
করোনাকালীন সময়ে উল্লেখযোগ্য বিভিন্ন সেবামূলক কাজ করেছেন তিনি। ঘরে ঘরে খাবার পৌঁছানো, ঈদ সামগ্রী বিতরণ, করোনা সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ, মাইকিং, নিজ উদ্যোগে খাবার ও গাছের চারা রোপণ। এছাড়াও ভিডিপি সদস্যদের নিয়ে দরিদ্র কৃষকদের ধানের চারা রোপন, পোকা দমনে কীটনাশক ছিটানো, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বোঝানো, কবর খনন ও লাশ দাফনের মতো উল্লেখযোগ্য কাজ করেছেন।
জীবনের ঝুঁকি নিয়ে কেন মানুষের পাশে দাঁড়িয়েছেন জানতে চাইলে আশরাফুল বলেন, ‘স্বেচ্ছাসেবীরা কখনো ভয় পেয়ে ঘরে বসে থাকে না। সমস্যা হতে পারে জেনেও তাঁরা অন্যের সেবায় কাজ করে যায়। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং লকডাউনের সময়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়াটা খুব দরকার ছিল, যাতে সবাই নিজ বাড়িতেই অবস্থান করে লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে।’
তিনি বলেন, ‘লকডাউনের সময় পরিবার থেকে প্রায়ই বাসায় থাকতে জোর করতো। নিজের ও পরিবারের আক্রান্ত হওয়ার ভয় আটকে রাখতে পারেনি। বরং এখনও কাজ করে যাচ্ছি এবং করোনা যতদিন থাকবে ততদিন আমার কাজ করে যাওয়ার ইচ্ছে আছে’।
তিনি আরো বলেন, ‘কোনো স্বার্থের জন্য নয় বরং দেশ ও দেশের মানুষকে ভালোবাসি বলেই ছোট থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। বাধা-বিপত্তি আসলেও দেশের জন্য ভবিষ্যতেও এমন কাজ করে যেতে চাই।’
Leave a Reply